সাম্প্রতিক পোস্ট

প্রতিষ্ঠান পরিচিতি

একজন মুসলিম হিসেবে প্রয়োজনীয় ইসলামী জ্ঞান অর্জন করা আমাদের উপর ফরজ। দ্বীনি জ্ঞানের পাশাপাশি দুনিয়াবী জ্ঞানে পারদর্শিতা বা শ্রেষ্ঠত্ব অর্জনে কোনো সমস্যা নেই। কিন্তু শুধু দুনিয়াবী জ্ঞানকে অগ্রাধিকার দিয়ে আখেরাতের অনন্ত জীবনকে ক্ষতিগ্রস্ত করা নিছক বোকামী ছাড়া কিছুই নয়। দুনিয়া ও আখেরাতকে সাফল্যমণ্ডিত করতে দ্বীনের মৌলিক বিষয় সম্পর্কে ভালভাবে জানতে হবে এবং সে অনুযায়ী আমল করতে হবে। এর কোনো বিকল্প নেই। নবী সা. এর উপর প্রথম ওহী (প্রত্যাদেশ) ছিল, ‘পড়ো’। ‘পড়ো, তোমার মহান রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন’ [সুরা আলাক্ব: ১]।
নিজেকে একবার প্রশ্ন করে দেখুন তো, শাশ্বত জীবনাদর্শ ইসলাম সম্পর্কে আমি কতটুকু জানি? কতটুকু আমল করছি? পার্থিব জীবনের ক্ষণস্থায়ী যাত্রা বা পৃথিবীতে আগমনের উদ্দেশ্য সম্পর্কে কতটা সচেতন আমি? একজন মুসলিম হিসেবে কুরআন সুন্নাহর কতটুকু জ্ঞান আমি রাখছি?
অনেক ক্ষেত্রে আমাদের আগ্রহ ও ইচ্ছা থাকাসত্ত্বেও হাতের নাগালে উপযুক্ত সুযোগ, পরিবেশ ও দক্ষ শিক্ষকের অভাবে দ্বীনের অন্যান্য মৌলিক বিষয় তো দূরে থাক মহান আল্লাহর বাণী পবিত্র কুরআন বিশুদ্ধ করে পাঠ করার সৌভাগ্য হয় না। এটি বড় আফসোসের বিষয়। তাই,
করোনা মহামারির সময়, যখন সারা বিশ্ব স্থবির হয়ে পড়েছিল ৷ স্কুল, কলেজ,বিশ্ব বিদ্যালয়, অফিস – আদালত বন্ধ হয়ে গিয়েছিল। মানুষের জীবন ঘরবন্দী হয়ে পড়েছিল। এই অবস্থায় মুসলিম সমাজে ইসলামী শিক্ষা প্রচারে এবং জেনারেলপড়ুয়া ভাই-বোনদের জন্য ইসলামী জ্ঞানের বিভিন্ন শাখা প্রশাখায় মৌলিক জ্ঞানার্জনের সুযোগ তৈরি করে দিতে, বিশেষায়িত ই-প্লাটফর্ম “ইসলামিক এডুকেশন একাজেমী” যাত্রা শুরু করে ২০২০ ইং রমযান মাসে ৷  যা ঐ সময় মুসলিম সমাজে  ইসলামিক শিক্ষা প্রচার প্রসারে নতুন সূচনা এনে দিয়েছিল ৷
প্রথমে কুরআন ও আরবি ভাষা কোর্সের মাধ্যেমে একাডেমিক কার্যক্রম শুরু করা হয় ৷ ১ম ব্যাচে মোট ২০ জন ভর্তি হয়  ৷ যার মধ্যে ডক্টর, ইঞ্জিনিয়ার বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সহ বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ ছিলেন  ৷ আলহামদুসিল্লাহ সেই ২০ জন থেকে আজ  ২০২৪ ইং এসে এই একাডেমীর কৃত শিক্ষার্থীর  সংখ্যা প্রায় ৫ হাজার ৷   هذا من فضل ربي ( ইহা আল্লাহর পক্ষ হতে এক বিশেষ অনুগ্রহ ) এর মধ্যে শুধু ফিমেইল কুরআন শিক্ষার্থীর সংখ্যা ৩ হাজারের অধিক ৷ কুরআনিক আরবি ভাষা শিক্ষার্থী ৫ শতাধিক ৷ স্কুলগামী ছোট ছেলে-মেয়ের কুরআন শিক্ষার্থী প্রায় ১ হাজার ৷
বর্তমান ২০২৪ সেশনে স্কুলগামী ছোট ছেলে-মেয়েদের আরবি ভাষা কোর্সে ৫ টি ব্যাচে প্রায় ৭০ জন ক্লাস করছে ৷
এ পর্যন্ত এই  একাডেমীতে  ক্লাস করেছে ডাক্তার,ডক্টর,ইঞ্জিনিয়ার , এডভোকেট, বিচারপতি , আর্মি লেফটেন্যান্ট কর্নেল সহ সরকারী বিভিন্ন মন্ত্রনালায়ের কর্মকর্তাগণ ৷
বর্তমান আমাদের ৩ টি কোর্স চলমান ৷
১-কুরআন শিক্ষা কোর্স
২- জেনারেল শিক্ষিতদের জন্য কুরআনিক আরবি ভাষা কোর্স
৩- স্কুলগামী ছোট ছেলে-মেয়েদের জন্য আরবি ভাষা কোর্স ৷
একাডেমীতে বর্তমান আমেরিকা, কানাডা
ইংল্যান্ড সহ বিশ্বের প্রায় ১০টি দেশ হতে প্রবাসীরা ক্লাস করছে ৷
বর্তমান একাডেমীতে মোট ১০ জন শিক্ষক/শিক্ষাকা  নিয়মিত ক্লাস নিচ্ছেন ৷
এর মধ্যে ৪ জন  আরবি ভাষা কোর্সের ইন্সন্ট্রাক্টর ; ২ জন ইংলিশ ভার্সনের  ইনস্ট্রাক্টর ( যারা আমেরিকা, কানাডা, ও ইংলেন্ডের বসবাসরত প্রবাসী ছেলে-মেয়েদের ফুল ইংলিশ ভার্সনে ক্লাস নিচ্ছেন ) ; আর ৪ জন ফিমেইল ইনস্ট্রাক্টর রয়েছে ৷ ইনফিউচার আমরা ইসলামিক এডুকেশন একাডেমীর অধীনে  কুরআন, হাদীস, আক্বিদা, ফিকহ, আরবী ভাষা, সীরাহ ইত্যাদি নানা বিষয়ে স্বলমেয়াদী ও দীর্ঘমেয়াদী বিভিন্ন রেকর্ডেড কোর্স/ওয়ার্কশপ চালু করা হবে ,যেখান থেকে বিশ্বের  যেকোন প্রান্ত হতে নিজের ফ্লেক্সিবল টাইম অনুযায়ী কোর্স শেষ করে সার্টিফিকেট অর্জন করতে পারবে ৷  রাব্বে কারীম এই একাডেমীকে কবুল করুন এবং এর সাথে সংশ্রিষ্টদেরকে ইখলাসের সাথে দ্বীনের খেদমত করার তৌফিক দান করুন আমীন!

হোয়াটসাঅ্যাপ চ্যাট
মেসেঞ্জার চ্যাট