সাম্প্রতিক পোস্ট

কুরআন শিক্ষা কোর্স

ক্লাস ডিউরেশন…
মানুষকে সঠিক পথ দেখানোর জন্য
আল্লাহ তায়ালা যুগে যুগে অসংখ্য নবী-রাসূল পাঠিয়েছেন। এসকল নবী -রাসূলদেরকে গাইডবুক হিসেবে সহীফা ও কিতাব দিয়েছেন। এসব কিতাব সমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ কিতাব হচ্ছে আল-কোরআন।
হাদিসে হযরত আলী রাযি থেকে বর্ণিত হয়েছে যে, রাসূল সা: বলেন
أَدِّبُوا أَولَادَكُم على ثَلاثِ خِصَالٍ: حُبِّ نَبِيِّكُم، وَحُبِّ أَهلِ بَيتِهِ، وَقِرَاءَةِ القُرآنِ، فَإنَّ حَمَلَةَ القُرآنِ في ظِلِّ اللهِ يَومَ لا ظِلَّ إلا ظِلُّهُ، مَعَ أَنبِيَائِهِ وَأَصفِيَائِهِ».
অর্থ: তোমরা তোমাদের সন্তানদের তিনটি চরিত্রে গড়ে তোলো। তোমাদের নবীর ভালোবাসা, তার পরিবারের ভালোবাসা এবং কোরআন তেলাওয়াত। কারণ আল্লাহর ছায়া ব্যতীত যেদিন আর কোনো ছায়া থাকবে না সেদিন কোরআন ধারণকারীগণ আল্লাহর আরশের ছায়ায় ঠাঁই পাবে তার নবী এবং প্রিয় বান্দাগণের সঙ্গে।’
সূত্র : মিন কুনুযিস সুন্নাহ – হাদীস নং ২৬ ৷
আরেক হাদীসে নবী সা: বলেন:
মুসলিম শরীফে আছে :
اَفَلَا يَغْدُوْا اَحَدُكُمْ اِلٰى الْمَسْجِدِ فَيَتَعَلَّمُ مِنْ كِتَابِ اللهِ اٰيَتَيْنِ خَيْرٌ لَّهُ مِنْ نَاقَتَيْنِ وَثَلَاثٌ خَيْرٌلَّهُ مِنْ ثَلِاثٍ وَاَرْبَعٌ خَيْرٌلَّهُ مِنْ اَرْبَعٍ وَمِنْ اَعْدَادِهِنَّ مِنَ الْاِبِلِ.
“তোমাদের মধ্যে কেহ মসজিদে গিয়ে কুরআনের দুইটি আয়াত কেন শিক্ষা লাভ করে লয় না? কুরআনের দুইটি আয়াত শিক্ষা করা দুইটি উট অপেক্ষা অধিক ভাল। এইরূপে তিনটি আয়াত তিনটি উট অপেক্ষা এবং চারটি আয়াত চারটি উট অপেক্ষা অধিক ভাল। এমনিভাবে যত সংখ্যক আয়াত হবে, তত সংখ্যক উট হতে অধিক ভাল।”
সূত্র সহীহ মুসলিম হাদীস নং ৮০৩ ৷
একদিকে কুরআন শিক্ষা করা মুসলিম জীবনে আবশ্যকীয় ; অন্যদিকে কর্মব্যস্ত থাকায় স্বশরীরে উস্তাযের কাছে গেয়ে কুরআন শরীফ শিখারও সময় হয়ে ওঠে না ৷ বর্তমান ডিজিটাল অনলাইনও হতে পারে আপনার কুরআন শিখার একটি প্ল্যাটফর্ম ৷
♦আলহামদুলিল্লাহ, আমাদের কাছে কোরআন শিখেছেন #আমেরিকা, #কানাডা, #ইংল্যান্ড, #ইতালি, #জাপান,, #সিঙ্গাপুর, #দুবাই, #ফ্রান্স, #অস্ট্রলিয়া, #সৌদিআরবসহ বিশ্বের প্রায়, #১০টি_দেশের_প্রবাসী_বাংলাদেশীরা।
কেন_আমাদেরকে_বেছে_নিবেন?
● আমাদের আছে সর্বোচ্চ মানের উস্তাদ। হাফেজ, আলেম, মুফতিসহ অনলাইনে কোরআন শেখানোর দীর্ঘদিনের অভিজ্ঞতা।
📝৫ বৎসরে আমাদের একাডেমীর অর্জন৷
📗 ১ হাজারের অধিক নারী পুরুষ কুরআন শিক্ষা লাভ করেছে ৷
📗 ৫ শতাধিক ছোট ছেলে-মেয়ে কুরআন শিক্ষা অর্জন করেছে৷

২০ জনের মতো স্কুলগামী ছোট ছেলে-মেয়ে কুরআনুল কারীম মুখস্ত ( হিফজ) করছে ৷
কুরআন শিক্ষার কোর্স সমূহ ৷
কোর্স নং:০১ — নূরাণী ক্বায়দা কোর্স
যাদের জন্য –
* এই কোর্সটি মূলত শিশু-কিশোরদের জন্য ডিজাইন করা।
* একদম প্রাথমিক ছাত্র-ছাত্রীদের জন্য।
* সর্বোচ্চ ১৫ বছর বয়সী শিক্ষার্থীর জন্য
কী কী থাকছে আমাদের এ কোর্সে –
* হুরুফ, হরকত, তানভীন, যজম এবং তাশদীদ সহ কোরআন শিক্ষার মৌলিক জ্ঞান।
* তেলাওয়াত কে মাধুর্যপূর্ণ করতে মাদ্দ, গুন্নাহ এবং ওয়াকফের ব্যবহারবিধি শিখন।
* মাখরাজ ও সিফাত অনুযায়ী হরফের বিশুদ্ধ উচ্চারণের জন্য পর্যাপ্ত অনুশীলন।
* পাশাপাশি নির্বাচিত সূরা ও হাদিস, দৈনন্দিন মাসনূন দোয়া এবং প্রয়োজনীয় মাসায়িল মুখস্তকরন।
* বিশেষত নামাজের পঠিত আবশ্যকীয় দোয়া এবং নামাজ পরবর্তী মাসনুন দোয়াগুলো আয়ত্ত করন।
..কোর্স নং ০২
নাজেরা কোর্স
এই কোর্সটি মূলত যারা ক্বায়দা শেষ করেছে তারেদ জন্য , এই কোর্সের মাধ্যমে তারা ফ্লুয়েন্টলি কুরআন শরীফ দেখে দেখে পড়তে পারবে।
কোর্স নং: ০৩
হিফজুল জূয’আম্মা(৩০ নাম্বার পারা)কোর্স
যাদের জন্য –
* যারা বিশুদ্ধভাবে কুরআন তেলাওয়াত করতে সক্ষম ।
* ত্রিশ নং পারা মুখস্থ করতে আগ্রহী ।
* স্কুল, কলেজ, ইউনিভার্সিটি শিক্ষার্থীদের জন্য।
কী কী থাকছে আমাদের এ কোর্সে –
* ত্রিশ নম্বর পারায় সংযুক্ত ৩৭ টি সূরা মুখস্থ করন।
* কোরআনের বহুল পঠিত আয়াত সমূহ মুখস্থ করন ।
* নির্বাচিত ৪০টি হাদিস ।
* মৌলিক মাসায়েল ।
* নামাজের মাসায়েল হাতে কলমে শিক্ষা।

♦🖋️ ক্লাস এর সময়সূচিঃ

প্রবাসীদের জন্য আমাদের কুরআন শিক্ষার প্রতিটি ক্লাস ওয়ান টু ওয়ান প্রাইভেট সিস্টেম, অর্থাৎ একজন শিক্ষাক একজন শিক্ষার্থীর জন্য নিযুক্ত করা হবে। এবং ক্লাস টাইম শিক্ষার্থীর স্কুল ছূটির দিন তার ফ্ল্যাক্সিবল টাইম অনুযায়ী আলোচনা করে নির্ধারণ করা হবে।
এবং কর্মজীবি ভাই-বোনদেরও তাদের অপসর টাইমে আলোচনার মাধ্যমে নির্ধারণ করা যাবে।

ক্লাস ডিউরেশনঃ
সাপ্তাহে ২ দিন ১:২০ মিনিট করে।
সাপ্তাহে ৩ দিন ৪০ মিনিট করে

🖋️ ক্লাস নেওয়ার পদ্ধতিঃ
zoom এর মাধ্যমে ক্লাস নেওয়া হবে

♦🖋️ ভর্তি হওয়ার নিয়মঃ♦
01722952794 (বিকাশ/নগদ) পার্সোনাল নাম্বারে সেন্ড মানি করে আমাদের পেইজে ম্যাসেজ দিলে ভর্তি কনফার্ম করে নেওয়া হবে ইনশাআল্লাহ।

🖋️ নূন্যতম বয়সঃ (অনলাইনে ক্লাস করার মত ম্যাচিউরিটি হতে হবে)

♦ কোর্স পরিচালনায় ♦
মুফতি নাঈম মিসবাহ
দাওরায়ে হাদীস) মাস্টার্স
✔ ৷জামি’আ রাহমানিয়া আরাবিয়া ৷সাত মসজিদ মাদরাসা ৷ মুহাম্মদপুর ; ঢাকা
✔সি আই ই এফ ( আই এফ এ কনসালটেন্স মধ্যবাড্ডা, ঢাকা )
✔ডিপ্লোমা ইন অ্যারাবিক ল্যাংগুয়েজ
বালাদুত তায়্যিবা ইয়ামান ৷
✔মুফতি , উচ্চতর ফিকহ গবেষণা বিভাগ নমুনায়ে সুফ্ফা সাভার।
✔ইমাম ও খতীব ৷ সাভার ; ঢাকা ৷
☞ফাউন্ডার এন্ড ডিরেক্টর, ইসলামিক এডুকেশন একাডেমী ।
☎যোগাযোগ
মুফতি নাঈম মিসবাহ ৷
পরিচালক;
ইসলামিক এডুকেশন একাডেমী ৷
থানা স্ট্যান্ড; সাভার ; ঢাকা ৷
01914725855
অথবা হোয়াটসঅ্যাপ
01722952794

হোয়াটসাঅ্যাপ চ্যাট
মেসেঞ্জার চ্যাট